Become a Professional Web Developer - শূন্য থেকে এক্সপার্ট হবার পথ | Potiva Tech

 একাডেমিকভাবে কম্পিউটার সায়েন্স (CSE) না পড়লেও এখন অনেকেই দক্ষ, ওয়েব ডেভেলপার হয়ে উঠছে, আমি নিজেও একাডেমিকভাবে ওয়েব ডেভেলপমেন্ট পড়িনি, বরং ধাপে ধাপে শিখেছি। যদি আপনি নিজে নিজে - ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান, তবে সঠিক একটি পথ অনুসরণ করে, সামনে এগিয়ে যেতে হবে।

১/ সঠিক রোডম্যাপ তৈরি করুন, আপনি কি শিখতে চাচ্ছেন—ফ্রন্টএন্ড নাকি ব্যাকএন্ড? অথবা ফুল-স্ট্যাক? তারপর শিখতে শুরু করুন:

# ফ্রন্টএন্ডের জন্য আপনাকে, HTML, CSS, JavaScript, Tailwind CSS, React.js শিখতে হবে।

# ব্যাকএন্ডের জন্য আপনি, PHP, Laravel, Node.js, MySQL এগুলো শিখতে পারেন।

২/ প্রতিদিন চর্চা করতে হবে, যত বেশি কোড লিখবেন, তত বেশি শিখতে পারবেন। শুধু টিউটোরিয়াল দেখলেই চলবে না, আপনাকে নিজের চেষ্টায় প্রজেক্ট তৈরি করতে হবে।

কিভাবে দক্ষ হয়ে ওয়েব ডেভেলপার হওয়া যায় | (শূন্য থেকে এক্সপার্ট) নতুনদের জন্য

৩/  রিয়েল-ওয়ার্ল্ড প্রজেক্ট তৈরি করার চেষ্টা করুন, কারণ - শুধু কোর্স করে থেমে গেলে হবে না, ছোট ছোট প্রজেক্ট ও তৈরি করতে হবে!

যেমন,  ব্যক্তিগত পোর্টফোলিও ওয়েবসাইট, ব্লগ সাইট, ই-কমার্স ওয়েবসাইট,  হসপিটাল ওয়েবসাইট, রেস্টুরেন্ট ওয়েবসাইট ইত্যাদি।

৪/ কমিউনিটিতে যুক্ত হয়ে-যেমন, ফোরাম, ফেসবুক গ্রুপ, এবং GitHub-এ যুক্ত হয়ে অন্যদের সাথে অভিজ্ঞতা শেয়ার করুন। এতে আপনার শিখার গতি আরও বাড়বে।

৫/ ফ্রিল্যান্সিং বা চাকরির জন্য প্রস্তুত করুন নিজেকে, শিখার পর কোথায় কাজ করবেন সেটাও গুরুত্বপূর্ণ, আপনি  Fiverr, Upwork-এর মতো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোতে  ট্রাই করতে পারেন অথবা রিমোট জব খুঁজতে পারেন।


📌 আপনি যদি পরিকল্পিতভাবে শিখতে পারেন, তাহলে এক বছরের মধ্যে ভালো মানের ওয়েব ডেভেলপার হয়ে উঠতে পারবেন!

Master Java, Python, C & C++ | একটি অল-ইন-ওয়ান প্রোগ্রামিং কোর্স

(PotivaTech)



Previous Post Next Post
Potiva Tech
Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Continue to WhatsApp