Terms & Conditions

শর্তাবলী ও নিয়মাবলী

Potiva Tech ব্যবহারের পূর্বে দয়া করে আমাদের শর্তাবলী ও নিয়মাবলী ভালোভাবে পড়ুন। আমাদের সাইট ব্যবহার করার মাধ্যমে আপনি এসব শর্ত মেনে নিচ্ছেন।

১. সাইট ব্যবহারের নিয়ম

Potiva Tech-এ প্রকাশিত সকল কনটেন্ট শুধুমাত্র তথ্যের জন্য। আপনি এই সাইট ব্যবহার করার মাধ্যমে আমাদের কনটেন্ট ব্যক্তিগত ও শিক্ষা উদ্দেশ্যে গ্রহণ করতে পারেন, তবে অনুমতি ছাড়া পুনঃপ্রকাশ বা বিক্রয় করা যাবে না।

২. কনটেন্ট মালিকানা

সাইটে প্রকাশিত সকল লেখা, ছবি, ডিজাইন এবং কোডের মালিক Potiva Tech। কোনো কিছু কপি বা ব্যবহার করতে চাইলে অবশ্যই আমাদের পূর্বানুমতি নিতে হবে।

৩. ব্যবহারকারীর দায়িত্ব

আপনি যদি Potiva Tech-এ কোনো মন্তব্য বা কনটেন্ট প্রকাশ করেন, তাহলে তা হতে হবে সম্মানজনক, ভদ্র এবং আইনসম্মত। অশালীন বা আপত্তিকর কনটেন্ট মুছে ফেলার অধিকার PotivaTech সংরক্ষণ করে।

৪. বাহ্যিক লিংক

আমাদের সাইটে থাকা বাহ্যিক লিংক শুধুমাত্র রেফারেন্সের জন্য। আমরা বাহ্যিক সাইটের কনটেন্টের জন্য দায়ী না।

৫. শর্তাবলীর পরিবর্তন

Potiva Tech সময়ে সময়ে এই শর্তাবলী পরিবর্তন করতে পারে। যেকোনো পরিবর্তন এই পেইজে প্রকাশ করা হবে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

Potiva Tech
Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Continue to WhatsApp