প্রতিদিন নানা ধরনের ই-মেইল আসে আমাদের ইনবক্সে! স্প্যাম, পুরনো বা অপ্রয়োজনীয় ই-মেইল জমতে জমতে ইনবক্স বিশৃঙ্খল হয়ে যায়, যা খুবই বিরক্তিকর- তাই একসঙ্গে একাধিক ই-মেইল মুছে ফেলা দরকার হয়। তবে অনেকেই জানে না, কিভাবে সহজে এবং দ্রুত এই কাজটি করা যায়।
চলুন জেনে নেওয়া যাক?
১. কম্পিউটার থেকে একসঙ্গে একাধিক ই-মেইল মুছে ফেলতে, জিমেইল অ্যাকাউন্টে লগইন করে,
তারপর আপনার Gmail অ্যাকাউন্টে প্রবেশ করুন।
২. যে ই-মেইলগুলো মুছতে চান, সেগুলো সিলেক্ট করে, ইনবক্স বা অন্য যে কোনো ফোল্ডারে যান, তারপর - প্রতিটি ই-মেইলের পাশে একটি ছোট স্কয়ার বক্স থাকে, সেখানে ক্লিক করে ই-মেইল সিলেক্ট করুন, আপনি যদি একসঙ্গে সব ই-মেইল সিলেক্ট করতে চান, তাহলে টেবিলের উপরের "Select All" আইকনে ক্লিক করুন।
৩. তারপর আপনি মুছে ফেলার জন্য "Delete" বাটনে ক্লিক করুন, এবং উপরে ট্র্যাশ বা "Bin" আইকনে ক্লিক করলে, সব নির্বাচিত ই-মেইলগুলো মুছে যাবে, এটি করলে "Delete" করা - ই-মেইলগুলো সরাসরি "Trash" ফোল্ডারে চলে যাবে।
৪. আপনি যদি স্থায়ীভাবে - মুছে ফেলতে চান তাহল, "Trash" ফোল্ডার খালি করতে, বাম পাশের "Trash" ফোল্ডারে যান - উপরে "Empty Trash Now" অপশনে ক্লিক করুন।
পদ্ধতি! স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ও iPhone - থেকে একাধিক ই-মেইল যেভাবে মুছে ফেলার জন্য?
১/ Gmail অ্যাপ ওপেন করুন, যে ই-মেইলগুলো মুছতে চান, সেগুলো ট্যাপ করে ধরে রাখুন।
২/ একাধিক ই-মেইল নির্বাচন করুন, টপ বার থেকে "Delete" আইকনে ক্লিক করুন।একসঙ্গে ফিল্টার করে ই-মেইল মুছে ফেলতে?
যদি নির্দিষ্ট কোনো প্রেরকের, Sender বা বিষয়ের - Subject, ই-মেইল মুছতে চান, তাহলে অনুসন্ধান , Search Bar ব্যবহার করে।
সুনির্দিষ্ট প্রেরকের ই-মেইল খুঁজতে, from:example@gmail.com লিখে সার্চ করুন।
পুরনো ই-মেইল খুঁজতে:
before:2023/01/01 তারিখ দিয়ে,
নির্দিষ্ট বিষয়ের ই-মেইল খুঁজতে পারেন!
subject:Newsletter, এভাবে নির্দিষ্ট ই-মেইলগুলো ফিল্টার করে একসঙ্গে মুছে ফেলতে পারবেন।
Thank you for reading....🌹😊