কুয়েতে জামিয়াতে কর্মরত কর্মীদের অপরাধের জন্য সেই সকল প্রবাসীদের উপর ট্রাভেল ব্যান!
কুয়েত এখন থেকে যেসব প্রবাসীরা কো-অপারেটিভ সোসাইটিতে (Co-ops) জামিয়াতে কর্মরত অবস্থায় জালিয়াতি, চুরি কিংবা অন্য কোনো অনিয়মে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে।
সম্প্রতি কুয়েত সরকার সিদ্ধান্ত নিয়েছে - এই ধরনের অপরাধে যুক্ত প্রবাসীদের দেশে ফিরে যাওয়া আটকাতে তাদের উপর ট্রাভেল ব্যান জারি করা হবে?
এই সিদ্ধান্ত এসেছে অনেক অভিযোগ ও তদন্তের ভিত্তিতে, অনেক প্রবাসী কর্মী বিভিন্ন কো-অপ সোসাইটিতে (জামিয়াতে) কর্মরত থেকে আর্থিক অনিয়মের সঙ্গে যুক্ত ছিল বলে প্রমােণ পাওয়া গেছে।
এর ফলে কুয়েত সরকার মনে করছে, এমন ব্যক্তিদের দেশে পালাতে না দিয়ে দেশে রেখে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সঠিক হবে বলে জানিয়েছেন
এই ট্রাভেল ব্যান কার্যকর হলে, অভিযুক্ত ব্যক্তিরা কুয়েত ছাড়তে পারবে না যতক্ষণ না তাদের বিরুদ্ধে মামলা নিষ্পত্তি হয়।
এটা কুয়েত সরকারের পক্ষ থেকে একটি শক্ত বার্তা? যে কেউ আইনের ঊর্ধ্বে নয় - প্রবাসী হোক বা স্থানীয় নাগরিক। সবার জন্য এই সিদ্ধান্ত