ব্লগারে কাস্টম ডোমেইন কিভাবে অ্যাড করবেন (একদম সহজভাবে তুলে ধরা হল)
আমি যখন প্রথম ব্লগিং শুরু করি, তখন example.blogspot.com টাইপের ফ্রি ডোমেইনই ব্যবহার করতাম। কিন্তু নিজের একটা ইউনিক নামের কাস্টম ডোমেইন থাকলে সেটা ব্লগকে অনেক বেশি প্রফেশনাল করে তোলে।
তাই ভাবলাম, আজকে নিজের অভিজ্ঞতা থেকে সহজভাবে বুঝিয়ে বলি, ব্লগারে কাস্টম ডোমেইন কিভাবে অ্যাড করতে হয়।
প্রথম ধাপ - একটি ডোমেইন কিনে ফেললাম
আমি আগে থেকেই www.shagordiary.com নামের একটা ডোমেইন কিনে রেখেছিলাম। আপনি চাইলে Namecheap, GoDaddy, Hostinger, বা Google Domains থেকে ডোমেইন কিনতে পারেন, অথবা দেশীয় কোন কোম্পানি থেকে নিতে পারেন।
দ্বিতীয় ধাপ - Blogger সেটিংসে গিয়ে ডোমেইন যুক্ত করলাম
প্রথমে Blogger-এ লগইন করলাম। যেই ব্লগে ডোমেইন অ্যাড করবো সেটাতে ঢুকে গেলাম। এরপর বাম পাশে Settings এ গেলাম। নিচে Publishing সেকশনে গিয়ে Custom Domain অপশন পেলাম।
এখানে আমি আমার কেনা ডোমেইন লিখলাম — যেমন www.shagordiary.com এবং Save দিলাম।
তৃতীয় ধাপ - Blogger আমাকে দুটি CNAME রেকর্ড দিলো
এখানে Blogger আমাকে Error দিলো, সাথে দুইটা CNAME রেকর্ড দেখালো। আমি বুঝলাম, এই রেকর্ডদুটো আমার ডোমেইন প্রোভাইডারের DNS সেটিংসে গিয়ে বসাতে হবে।
প্রথম CNAME ⬇️
Name: www
Destination: ghs.google.com
দ্বিতীয় CNAME (Security CNAME):
এটি ইউনিক কোডের মত হয় (যেমন: ab12x → gv-xyz.googlehosted.com)
এটা শুধু আমার ব্লগ আর গুগল অ্যাকাউন্টের জন্য।
চতুর্থ ধাপ - ডোমেইন প্রোভাইডারে গিয়ে DNS সেট করলাম
আমি আমার ডোমেইন যেখান থেকে কিনেছি, সেই সাইটে লগইন করলাম। DNS Settings/Management প্যানেলে গেলাম। Blogger থেকে পাওয়া CNAME দুটি ঠিকভাবে বসিয়ে দিলাম।
তারপর Blogger-এর দেওয়া ৪টি IP Address (A-Records) বসালাম, যেন mydomain.com → www.mydomain.com এ রিডিরেক্ট করে:
- 216.239.32.21
- 216.239.34.21
- 216.239.36.21
- 216.239.38.21
সব বসানোর পর আমি ১ থেকে ২ ঘণ্টা অপেক্ষা করলাম DNS আপডেট হতে।
পঞ্চম ধাপে - আবার Blogger-এ এসে Save দিলাম
DNS আপডেট হওয়ার পর Blogger-এ আবার এলাম, ডোমেইনটা আবার টাইপ করে Save দিলাম। এবার আর কোনো Error দিলো না, বরং সফলভাবে আমার কাস্টম ডোমেইন ব্লগে যুক্ত হয়ে গেলো!
ছয় নম্বর ধাপ: HTTPS চালু করলাম
Blogger-এ গিয়ে HTTPS Redirect অপশনটি অন করে দিলাম, যাতে ভিজিটররা নিরাপদভাবে আমার ব্লগ ভিজিট করতে পারে।
👉🏼 আমি নিজে এই কাজগুলো করেছি! নতুন অবস্থায় সবকিছু একটু কঠিন লাগবে, এটাই স্বাভাবিক, এবং অনেক সময় নিজে ঘাটাঘাটি করে শিখার চেষ্টা করা উচিত সবার, তাহলে শেখা মজবুত হয়। এখন আপনি যদি ধাপে ধাপে আমার এই লেখাটা ফলো করেন, ইনশাআল্লাহ খুব সহজেই ব্লগারে কাস্টম ডোমেইন যুক্ত করতে পারবেন।
একটু ধৈর্য রাখবেন, কারণ DNS আপডেট হতে ২৪ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে।
আর যদি কোথাও সমস্যা হয়, কমেন্টে জানাবেন – আমি পাশে আছি।