কুয়েতে ১০,০০০ দিনার জরিমানা ও ৫ বছরের জেল - জানুন কোন ভুলে এই শাস্তি | Potiva Tech

কুয়েতে ১০,০০০ দিনার জরিমানা ও ৫ বছরের জেল - নতুন অভিবাসন আইন

কুয়েতে নতুন এক কড়া অভিবাসন আইন প্রয়োগ করা হয়েছে, যা শুনে আপনি নিজেই অবাক হয়ে যাবেন! এখন থেকে যারা এই আইন ভাঙবে, তাদের জন্য রাখা হয়েছে বিশাল পরিমাণ জরিমানা এবং জেলের শাস্তি।

নতুন নিয়ম অনুযায়ী, কেউ যদি কুয়েতের অভিবাসন আইন অমান্য করেন, তাহলে তাকে সর্বোচ্চ ১০,০০০ দিনার পর্যন্ত জরিমানা গুণতে হতে পারে। শুধু তাই নয়, এমন অপরাধের জন্য সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড পর্যন্ত হতে পারে!

অনেকেই আছেন যারা বাসা ভাড়া দিয়ে অবৈধভাবে বাণিজ্য করেন, অথবা অন্যের নামে ভিসা নিয়ে ভিন্নভাবে কাজ করান - এসব কাজ এখন থেকে আইনত বড় অপরাধ হিসেবে বিবেচিত হবে? এইসব কর্মকাণ্ডে জড়িত থাকলে শাস্তি আরও কঠোর হবে।

কুয়েত সরকার এই আইন চালু করেছে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং শ্রম বাজারকে সঠিকভাবে নিয়ন্ত্রণে রাখার জন্য, এর মাধ্যমে তারা চাচ্ছে যেন কেউ আর অবৈধভাবে অবস্থান না করতে পারে বা অবৈধ উপায়ে ব্যবসা না করতে পারে।

প্রবাসী হিসেবে আমাদের সবার উচিত এসব নতুন নিয়ম সম্পর্কে ভালোভাবে জেনে থাকা এবং মেনে চলা, একটু অসচেতনতা আমাদের ভবিষ্যতকে ধ্বংস করে দিতে পারে। আইন মানলে আমরা যেমন নিরাপদ থাকবো, তেমনি সবার জন্য থাকবে শান্তির পরিবেশ।

Post a Comment

Previous Post Next Post
Potiva Tech
Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Continue to WhatsApp