প্রবাসীদের ড্রাইভিং লাইসেন্স কার্ড পুনরায় প্রদান করবে কুয়েত | Physical Driving License Now Available for Expats Kuwait | Potiva Tech

প্রবাসীদের জন্য পুনরায় ড্রাইভিং লাইসেন্স কার্ড প্রদান করবে!

প্রবাসে থেকে যারা গাড়ি চালান বা চালাতে চান, তাদের জন্য সুখবর! এখন থেকে প্রবাসীরা নিজেদের নামে ফিজিক্যাল (শারীরিক) ড্রাইভিং লাইসেন্স পেতে পারবেন। আগে যেখানে শুধু ভার্চুয়াল বা ডিজিটাল লাইসেন্স থাকতো, এখন আপনি চাইলে হাতের কাছে থাকা কার্ড আকারে লাইসেন্স নিতে পারবেন।

অনেক সময় দেখা যায়, প্রবাসে থাকলে ড্রাইভিং লাইসেন্সে অনেক ঝামেলা হয়। কার্ড না থাকলে নানা জায়গায় সমস্যা পড়তে হয়। এই সমস্যা দূর করতে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবার ব্যবস্থা নিচ্ছে যাতে করে প্রবাসীরাও ফিজিক্যাল লাইসেন্স পায়, যেটা দেশে থাকা মানুষের মতোই কাজ করবে।

লাইসেন্সটি পেতে হলে অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র ঠিক রাখতে হবে এবং নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে আবেদন করতে হবে। আশা করা যায়, এই উদ্যোগ প্রবাসীদের জন্য অনেক উপকারে আসবে।

আমি নিজেও প্রবাসে থাকি, তাই এমন একটা খবর পেয়ে ভীষণ খুশি হয়েছি। এখন থেকে আর ডিজিটাল লাইসেন্সের ঝামেলা নয়, হাতে ধরা যায় এমন ফিজিক্যাল কার্ড থাকলে যেকোনো সময়, যেকোনো জায়গায় নিজের পরিচয় ও সক্ষমতা প্রমাণ করা অনেক সহজ হবে।

যারা এখনও আবেদন করেননি, তারা দেরি না করে আজই জেনে নিন বিস্তারিত নিয়মকানুন এবং দ্রুত আবেদন করুন। প্রবাস জীবনে একটু সহজতা তো আমাদের সবারই প্রাপ্য, তাই না?

Post a Comment

Previous Post Next Post
Potiva Tech
Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Continue to WhatsApp