WhatsApp স্টোরেজ খালি করবেন যেভাবে (ডিটেইল গাইড)
আমাদের ফোনের মেমোরি অল্পদিনেই ফুল হয়ে যায় , বিশেষ করে যারা WhatsApp ব্যবহার করি প্রতিদিন - কারণ একটাই: হাজারো ছবি, ভিডিও, অডিও, স্টিকার, আর মেসেজ জমে জমে বিশাল জায়গা দখল করে নেয়। কিন্তু আপনি জানেন কি, শুধু ২ থেকে ৩ মিনিট সময় দিয়ে আপনি এই স্টোরেজ পরিষ্কার রাখতে পারেন খুব সহজেই? আজকের এই আর্টিকেলে আমরা জানবো WhatsApp স্টোরেজ খালি করার সব ধাপ, ট্রিকস এবং অটো-ডাউনলোড বন্ধ করার উপায় সহ আরও অনেক দরকারি টিপস।
১. WhatsApp এর স্টোরেজ ব্যবস্থাপনা কোথায় পাবেন?
প্রথমে WhatsApp অ্যাপ ওপেন করুন → উপরের তিনটি ডট ক্লিক করুন → Settings এ যান → তারপর Storage and data → তারপর Manage storage। এখান থেকেই আপনি দেখে নিতে পারবেন কোন চ্যাট বা গ্রুপ কত জায়গা নিচ্ছে।
২. কোন চ্যাট কত MB বা GB নিচ্ছে সেটা জানুন
এখানে আপনি দেখতে পাবেন: কোন গ্রুপ বা ব্যক্তিগত চ্যাট আপনার কত মেমোরি খেয়েছে। বড় ফাইল, ফরওয়ার্ডেড ফাইল, এবং অপ্রয়োজনীয় ভিডিও বা ইমেজ সব কিছু আলাদা করে দেখাবে। এটাকে WhatsApp নিজেই অর্গানাইজ করে দেয়।
৩. অপ্রয়োজনীয় ফাইল একসাথে ডিলিট করুন
- Larger than 5 MB অপশনটা ক্লিক করুন
- এখান থেকে বড় বড় ভিডিও বা ছবি নির্বাচন করুন
- একসাথে টিক দিয়ে ডিলিট করে দিন
এতে আপনার ফোনে জায়গা অনেকটাই খালি হয়ে যাবে।
৪. অটো ডাউনলোড বন্ধ করে দিন
WhatsApp নিজে থেকেই ছবি, ভিডিও, অডিও ডাউনলোড করে নেয় - এতে করে আপনি বুঝতেই পারেন না কখন আপনার মেমোরি শেষ হয়ে গেলো। এটি বন্ধ করতে:
- Settings → Storage and data → Media auto-download
- Wi-Fi, Mobile Data, Roaming - সব জায়গা থেকে টিক তুলে দিন
এবার আপনি চাইলে তবেই ছবি বা ভিডিও ডাউনলোড হবে - মেমোরি থাকবে সুরক্ষিত।
৫. ম্যানুয়ালি মেমোরি ক্লিন করতে চাইলে কি করবেন?
আপনার ফোনের File Manager বা File App এ যান → WhatsApp ফোল্ডার খুঁজুন → এরপর Media → তারপর WhatsApp Images, WhatsApp Video, WhatsApp Audio, Documents ফোল্ডার। এখান থেকে অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট করে দিন।
৬. এক গ্রুপে বারবার আসা ফরোয়ার্ডেড ছবি মুছে ফেলুন
অনেক গ্রুপে একই ছবি বা ভিডিও বারবার ফরোয়ার্ড করা হয়। এগুলো আপনার ফোনে একাধিক কপি হিসেবে জমে যায়। WhatsApp এখন এই ফাইলগুলোকে Forwarded many times নামে আলাদা করে দেখায়। এখান থেকেও আপনি সিলেক্ট করে ডিলিট করতে পারবেন।
৭. WhatsApp ক্লিনার অ্যাপ ব্যবহার করবেন কি?
অনেকেই বলে WhatsApp ক্লিনার অ্যাপ ব্যবহার করা ভালো, কিন্তু আসলে এগুলো সবসময় দরকার নেই। WhatsApp নিজেই এখন এত ভালো অপশন দিচ্ছে যে আলাদা অ্যাপ ছাড়াই আপনি মেমোরি ক্লিন রাখতে পারবেন। তবে File Manager বা Google Files অ্যাপ ব্যবহার করতে পারেন - এটা আপনার ফোনে নিরাপদে স্ক্যান করে অপ্রয়োজনীয় ফাইল খুঁজে দেয়।
পরামর্শ?
- মাসে অন্তত একবার WhatsApp স্টোরেজ ক্লিন করুন
- Media auto download বন্ধ রাখলে ফোন অনেক হালকা থাকবে
- গ্রুপে অটো ছবি বা ভিডিও আসলে সেটা ডাউনলোড না করাই ভালো
- গ্যালারির WhatsApp ফোল্ডার চেক করুন মাঝেমাঝে
সংক্ষিপ্ত!
আপনার ফোনে WhatsApp থাকা মানেই প্রতিদিন কিছু না কিছু ডেটা জমবে - এটা স্বাভাবিক। কিন্তু আপনি যদি উপরের উপায়গুলো একটু করে নিয়মিত ব্যবহার করেন, তাহলে ফোন থাকবে ফাস্ট, স্মুথ এবং অনেকটাই খালি।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন